নির্দেশনার পরও রাজধানীর হাজারীবাগ থেকে স্থানান্তরিত না হওয়া ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রত্যেককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৭ জুলাই পর্যন্ত কোন কোন ট্যানারি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারে গেছে এবং এই সময়ের মধ্যে কে কত টাকা জরিমানা দিয়েছে, তার হিসাবসহ একটি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।