গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিএফডিসি গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর ২ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। এদের মধ্যে একজন নারী।
তেজগাও থানার ওসি মাজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পটেই এক জন মারা গেছেন। আরো ৮ জনকে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ দিকে দুর্ঘটনায় আহত তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- রাকিব খান (২০), তার চাচা ফজলুল খান (৩২) এবং মনোয়ারা বেগম (৪০)।