পর্দা উঠলো ইউরো কাপের

Slider খেলা সারাদেশ

17940_f8

 

আলোর ঝলকানি আর সুরের মূর্ছনায় পর্দা উঠলো এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের। কড়া নিরাপত্তার মধ্যে প্যারিসের স্তাদে ডি ফ্রান্স স্টেডিয়াম ভাসলো সুরের মূর্ছনায়। আর বিশ্বজুড়ে তা উপভোগ করলেন শতকোটি দর্শক। গতকাল আসরের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স-রুমানিয়ার ফুটবল দ্বৈরথ মাঠে গড়ানোর আগে সংগীত পরিবেশন করেন ফরাসি গায়ক ডেভিড গেতা। ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জনপ্রিয় এ গায়কের সঙ্গে স্টেজ মাতান সুইডেনের পপগায়িকা জারা লারসনও। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের থিম সং ‘দিজ ওয়ান ফর ইউ‘ গানটি নিয়ে গ্যালারিতে আলোড়ন তোলেন ডিজে গায়ক ডেভিড গেতা। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের জনপ্রিয় ক্যাঁ-ক্যাঁ ড্যান্স পরিবেশন করেন ১৫০ নৃত্যশিল্পী। এতে আলাদা ইভেন্টে অংশ নেয় ফ্রেঞ্চ এয়ারফোর্স। ইউরো চ্যাম্পিয়নশিপে আজ অভিষেক ম্যাচে মাঠে নামছে পৃথক তিনটি দল। সন্ধ্যায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে প্রথমবারের মতো ইউরো খেলতে যাওয়া আলবেনিয়া। রাত ১০টায় মাঠে গড়াবে ইউরোর অভিষিক্ত দুই দেশ ওয়েলস ও স্লোভাকিয়া। আর দিনের শেষে দেখা যাবে হাইভোল্টেজ এক লড়াই। রাত ১টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-রাশিয়া। হ্যারি কেন, জেমি ভার্ডি, ডেলি আলির মতো তরুণ ফুটবলারদের উপস্থিতিতে কোচ রয় হজসনের ইংল্যান্ড দলের কাছে এবার সমর্থকদের চাওয়াটা বড়। আর রাশিয়ার জন্য প্রশ্নটা মর্যাদারও। ২০১৮ বিশ্বকাপ আসর বসবে রাশিয়ায়। তার আগে ইউরোতে দলের ভালো নৈপুণ্য দেখতে চাইবেন ভক্ত-সমর্থকরা। এবারের ইউরো আসরে বড় উৎকণ্ঠাটা নিরাপত্তা নিয়ে। প্যারিসের মহানগর পুলিশ ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান রিশার্ড ওয়ালটন বলেন, ইতিহাসে কোনো ক্রীড়া আসরকে কখনো এত নিরাপত্তা হুমকিতে দেখা যায়নি। এবারের ইউরো কাপ উপলক্ষে ফ্রান্সে হাজির হচ্ছেন ইউরোপের ৭০ লাখ ফুটবল সমর্থক। ফ্রান্সের পৃথক ১০ শহরে হবে খেলাগুলো। এতে স্টেডিয়াম ও ফ্যান জোনগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। স্টিলের নিরাপত্তা বলয় থাকছে সব ভেন্যুতে। আর স্টেডিয়ামে প্রবেশের আগে নিরাপত্তা তল্লাশির সুবিধার জন্য দর্শকদের টিকিটসহ মাঠে হাজির হতে বলা হয়েছে খেলা শুরুর ৩ ঘণ্টা আগে। এবারের ইউরো কাপের আয়োজক কমিটির প্রধান জ্যাক ল্যাম্বার্ট বলেন, আমাদের মন থেকে ভয় ঝেরে ফেলতে হবে। আমরা ফুটবলের আনন্দঘন মেজাজে ফিরতে চাইছি। গত নভেম্বরে প্যারিসে পৃথক তিন স্থানে হামলায় প্রাণ যায় ১৩০ জনের। এ সময় প্যারিসের স্তাদে মাঠে ফ্রান্স ও জার্মানির প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। ওই ঘটনার পর থেকেই জরুরি অবস্থা চলছে ফ্রান্সে। এতে নিরাপত্তাকর্মীদের দেয়া হয়েছে বাড়তি ক্ষমতা। পুলিশ যখন তখন যে কাউকে তল্লাশি করতে পারবে। চাইলে যে কাউকে গৃহবন্দি করতে পারবে। তিনদিন আগে ইউক্রেনের সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলবারুদসহ গ্রেপ্তার করা হয় উগ্র জাতীয়তাবাদী এক ফরাসি যুবককে।  ইউক্রেন পুলিশ জানায়, ইউরো কাপ চলাকালে ফ্রান্সের সরকারি ভবন, সেতু, মসজিদে হামলার পরিকল্পনা ছিল ওই যুবকের।  আর ফরাসি পুলিশের বাড়তি চিন্তার কারণ ইংলিশ ফুটবল সমর্থকরা। উগ্র ফুটবল সমর্থক হিসেবে আলাদা ইতিহাস রয়েছে ইংলিশ ফুটবল হুলিগানদের। আর এবার মার্সেইয়ে পুলিশকে ব্যতিব্যস্ত রাখলো তারা। গতকাল দুই ইংলিশ সমর্থককে গ্রেপ্তার করে মার্সেই পুলিশ। ইউরো কাপের এটি ১৫তম আসর। তবে ২৪ দল নিয়ে ইউরো কাপ মাঠে গড়াচ্ছে এই প্রথমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *