ঢাকা: এই পবিত্র রমজানে পাকিস্তানি সব পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। একই সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানানো হয়েছে।
শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী এবং সাধারণ সম্পাদক মাওলানা দেলোওয়ার হোসেন।
সারা দেশে পাকিস্তানি পণ্য বর্জনের জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচার ও প্রচারণা চালানোরও আহ্বান জানান তারা।
তারা বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের সভা সেমিনার ও রাজনীতি করা স্বার্থক হবে।
সমাবেশে ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গিবাদের রপ্তানিকারক’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান।
যুদ্ধাপরাধের বিচারসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপ ও দেশটির কূটনৈতিক শিষ্টাচারের ক্রমাগত লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওয়ামী ওলামা লীগ।
ঈদকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকার ভারতীয় এবং পাকিস্তানের পোশাক বাণিজ্য বন্ধ করতে এবং রমজানের ভাবগাম্ভীর্য রক্ষার্থে ভারতীয় টিভি চ্যানেল, সিনেমা-নাটক, পর্নোগ্রাফি, অশ্লীলতা, খেলাধুলা বন্ধ করারও আহ্বান জানিয়েছে ওলামা লীগ।