আশুলিয়ায় বাসচাপায় হেনা আক্তার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কটি প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে এ র্দুঘটনা ঘটে।
হেনা আক্তার মাদারীপুর জেলার শিবচর থানার হাজীপুর গ্রামের মৃত আজিজ মুন্সীর মেয়ে। সে স্বামী চাঁন মিয়ার সাথে আশুলিয়ার গাজীরচন এলাকায় বসবাস করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়. দুপুরে হেনা আক্তার তার স্বামী চাঁন মিয়ার সাথে ডিইপিজেড থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় বাইপাইল মোড়ে পৌঁছলে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটসাইকেল থেকে পড়ে যায় হেনা। এসময় ঢাকাগামী তিতাস পরিবহনের একটি বাস হেনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কটি প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান,হেনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদসেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।