পাবনার অনুকূল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের সহকারি হাইকমিশনার অভিজিৎ চট্রোপাধ্যায়।
আজ বেলা দেড়টার দিকে রাজশাহী থেকে তিনি ঘটনাস্থলে যান। পরে তিনি সেবাশ্রমের লোকজনের সঙ্গে কথা বলেন। আশ্রমে নিহত নিত্যরঞ্জনের লাশও নেয়া হয়েছে। এর আগে ঝিনাইদহে পুরোহিত হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা।
আজ ভোরে প্রাতঃভ্রমনের সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে। এর আগে পুরোহিত ও খৃষ্টান ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনায় গতকাল রাত থেকে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। এ অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই পাবনায় খুনের ঘটনা ঘটলো।