মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় নিয়ন্ত্রণ হারনো একটি ট্রাকের ধাক্কায় এক পথচারী ও ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সোহরাব মাতুব্বর (৩৫) ও রাজৈর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের মজিদ বেপারীর ছেলে রাসেল বেপারী। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, যশোর থেকে একটি মাছবোঝাই ট্রাক মাদারীপুরের মোস্তফাপুর যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সাধুরব্রিজ এলাকায় রাস্তার পাশে পাটখড়ি ব্যবসায়ী সোহরাব মাতুব্বরকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সোহরাব মাতুব্বরের মৃত্যু হয়।
এদিকে, গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এতে ট্রাকের সামনে বসে থাকা মাছ ব্যবসায়ী রাসেল বেপারী মারা যান।
ঘটনাটি নিশ্চিত করে মাদারীপুরের ট্রাফিক পরিদর্শক গোপাল বলেন, ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।