‘এসপির স্ত্রীকে হত্যা করে বাঙালি জাতিসত্তাকে হুমকি দিয়েছে’

Slider রাজনীতি

 

2016_06_07_17_37_05_1qjtkJszoxBDNNcdzV4hniDcVTtqJc_original

 

 

 

চট্টগ্রাম : পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করার মধ্য দিয়ে জঙ্গিরা বাঙালি জাতিসত্তাকে হুমকি দিয়েছে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেক পাড়া-মহল্লায় জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ হুমকি মোকাবেলায় জামায়াত-শিবিরের শিকড় উৎপাটনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিরূপ পরিস্থিতিতে ৬ দফাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ঝুকি নিয়ে পালন করেছে ছাত্রলীগ। কেননা বঙ্গবন্ধুর ঘোষণার সময় তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধুর পাশে ছিলেন না। তারপরও ছাত্র সমাজ বঙ্গবন্ধুর পাশেই ছিল।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা আওয়ামী লীগের ১৩ মার্চ অনুষ্ঠিত কার্যকরী কমিটি গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মতোই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ১১ জুন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী, ১ জুলাই বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী।

আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আবদুল আহাদ, মোহাম্মদ হোসেন, শহিদুল আলম, জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, বখতিয়ার উদ্দিন খান, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, নুরুল আলম, নুরুল আবছার মিয়া, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, মোহাম্মদ জাবেদ, থানা আওয়ামী লীগের নুরুল ইসলাম, ছিদ্দিক আলম, জাহাঙ্গীর চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আনসারুল হক, হাসান মনসুর, শ্রমিক লীগের কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ওয়ার্ড আওয়ামী লীগের মোহাম্মদ ইউনুস কোম্পানী, হাজী আলী বক্স, সুলতান আহমেদ, আবসার উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, এস কে পাল, নূর মোহাম্মদ নূরু, দলিল উদ্দিন, সৈয়দ মো. জাকারিয়া, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মোসলেম উদ্দিন, কাইসার মালিক, আবদুল মালেক, মো. ইয়াকুব, শহীদ সোহরাওয়ার্দী, ফয়েজ উল্লাহ বাহাদুর, মো. ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *