এই ম্যাচে হেরে গেলে আজই ছিটকে যাবে প্রিমিয়ার লীগের দৌঁড় থেকে। আর জিতলেও তাকিয়ে থাকতে হবে অপর ম্যাচগুলোর দিকে। খেলতে নামার আগে মাথায় হাজার সমীকরণ থাকলেও মাঠে এসে সব ভুলে যান তিনি। কেবল জয়ের চিন্তাই মাথায় থাকে তার।
মিরপুরে আজ দুই কলাবাগানের লড়াইয়ে টস ভাগ্যটাও গেছে মাশরাফির পক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নামা কলাবাগান ক্রিকেট একাডেমিতে প্রথম আঘাতটা দেন মাশরাফিই, শরিফুল্লাহকে হটিয়ে দেওয়ান সাব্বিরকে এনে। তৃতীয় ওভারের প্রথম বলেই ইরফান শুক্কুরকে তাসামুলের তালুবন্দী করেন তিনি।
প্রথম জুয়াতেই সফল ম্যাশ। বল হাতে তো আরো সফল নড়াইল এক্সপ্রেস। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিলেন ভারতীয় ব্যাটসম্যান জতিন সাক্সেনার উইকেট। ক্রিকেট একাডেমির রান তখন কেবল ১৪।
এরপর মাইশুকুর আর মাহমুদুল হাসান উইকেটে থিতু হবার চেষ্টা করছেন। মাট কামড়ে ধরে ১৯ রান যোগ করেন এই দুজন। তবে এবারও হন্তারক মাশরাফিই। ভালা খেলতে থাকা মাইশুকুরকে উইকেটরক্ষক জসিমের গ্লাভসবন্দী করেন তিনি।
পরের ওভারে মাহমুদুলকে ফেরান আবদুর রাজ্জাক। কলাবাগান ক্রিকেট একাডেমির রান তখন ৩৫ রানে ৪ উইকেট। এরপরই মুষল ধারায় বৃষ্টি শুরু হলে ম্যাচ গড়ায় রিভার্জ ডে তে। ৭ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মাশরাফি।