এখন থেকে আর এক মোটরসাইকেলে তিনজন ওঠা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘মোটরসাইকেলে আর যেন তিনজন যেন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। তিনজন চলতে দেখলে বাধা দেয়া হবে, লাইসেন্স চেক করা হবে।’
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাবার সময় চট্টগ্রামে বাসার কাছে জিইসি মোড়ে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে হত্যা করে।
সোমবার পুলিশ দাবি করে, ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।