ইতিমধ্যে ঢাক-ঢোল পিটিয়ে মেসিকে ম্যান ইউয়ে আনার কথা বলেছেন স্বঘোষিত নম্বর ওয়ান হোসে মরিনহো। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরানুযায়ী, বার্সা তারকার এজেন্টের সঙ্গে গত তিন সপ্তাহের মধ্যে দু’বার কথাবার্তা হয়েছে ম্যান ইউ কর্তাদের।
সবকিছু ঠিক মতো চললে গ্যারেথ বেলের মতো ট্রান্সফার ফি’র রেকর্ড ভেঙে ফেলে ওল্ড ট্র্যাফোর্ডে আসবেন মেসি। শোনা যাচ্ছে মেসিকে ওল্ড ট্র্যাফোর্ডে যে কোনও মূল্যে আনার জন্য কর্তাদের নির্দেশ দিয়েছেন মরিনহো। তবে আরেকটি কারণে খোদ মেসিই নাকি এখন বার্সা ছাড়তে চাইছেন।
আর সেটি হলো বিরক্তি। ফুটবল ক্লাব সম্প্রতি কর ফাঁকির মামলায় যেভাবে মেসি এবং তার পরিবারকে বিরক্ত করা হচ্ছে, তাতে করে একদিন মেসি না এই ক্লাবই ছেড়ে দেয়। এমন আশঙ্কাই করছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোয়ান লাপোর্তা।
তিনি বলেন, ‘বার্সেলোনার উচিত মেসির পাশে দাঁড়ানো। তা না হলে একদিন হয়তো বিরক্ত হয়েই মেসি এই ক্লাব ছেড়ে দেবে।’ এরই মধ্যে মেসিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন তার সাবেক কোচ পেপ গার্দিওলা।
বার্সেলোনার এই সাবেক কোচ সাফ জানিয়ে দিয়েছেন, মেসিকে পাওয়ার জন্য যত অর্থ খরচ করার দরকার তা করতে পিছপা হবেন না তিনি।