আহত শিক্ষার্থীরা হলেন, চবি ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জি এম সাইফুল ইসলাম ও সুজাত হোসেন জীবন।
শনিবার বিকেলে চবি জীববিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুল ও জীবন তাদের মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিয়ে আব্দুল করিম ভবনের সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল কর্মী তাদেরকে জীববিজ্ঞান অনুষদের সামনে ডেকে নিয়ে গিয়ে উপর্যপুরি কোপায়। পরে প্রক্টোরিয়াল বডির সহায়তায় তাদের চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিসক মো. ডা. টিপু সুলতান।
চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘দুইজন শিক্ষার্থীকে মারধরের খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।’
হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু কর্মী দুইজন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে। প্রক্টরিয়াল বডির অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু বলেন, ‘ছাত্রলীগ কর্মীরা মিথ্যা মামলার ভয়ে ক্যম্পাসে আসতে পারে না। আর শিবিরের ক্যাডাররা পরীক্ষা দেয়ার সুযোগ নিয়ে ক্যাম্পাসে অপতৎপরতা চালাচ্ছে। আজ দুইজন শিবিরের একনিষ্ঠ কর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে আমাদের কর্মীরা তাদের বাধা দিয়েছে।