সুইডেনে নির্বাসিত ছিলেন পাকিস্তানি সাংবাদিক সাজিদ হোসেন। গত ২রা মার্চ থেকে তিনি নিখোঁজ। অকস্মাৎ ২৩ শে এপ্রিল তার মৃতদেহের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ বাহিনী। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, তার লাশ উদ্ধারের কথা শুক্রবার ব্রিফ করে জানিয়েছেন পুলিশের মুখপাত্র জোনাস ইরোনেন। তিনি বলেছেন, আপসালা’র উপকণ্ঠে ফাইরিস নদীর পাশে পাওয়া গেছে সাজিদ হোসেনের মৃতদেহ। পাকিস্তানের বেলুচিস্তানের এই সাংবাদিক ২রা মার্চ নিখোঁজ হন। স্টকহোম থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আপসালা’য় একজন প্রফেসর হিসেবে তিনি পার্টটাইম চাকরি করছিলেন।
এ ছাড়া তিনি অনলাইন ম্যাগাজিন বেলুচিস্তান টাইমসের প্রধান সম্পাদক ছিলেন। ওই ম্যাগাজিনে তিনি মাদক পাচার, জোরপূর্বক গুম এবং দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহ নিয়ে লেখালেখি করতেন। জোনাস ইরোনেন বলেছেন, তার ময়না তদন্ত করা হয়েছে। তবে তিনি কোন অপরাধের শিকারে পরিণত হয়েছেন বলে মনে হচ্ছে না। তাই বলে অপরাধের শিকার যে তিনি হয়েছেন এ বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যায় না। এ ছাড়া তিনি দুর্ঘটনার শিকার বা আত্মহত্যাও করে থাকতে পারেন। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর সুইডিশ শাখার প্রধান এরিক হাকজায়ের বলেছেন, ক্রাইমের বিষয়টি যতক্ষণ বাদ দেয়া যাবে না, ততক্ষণ তার এ মৃত্যু তার সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকতে পারে। আরএসএফের মতে, সর্বশেষ সাজিদ হোসেনকে স্কটহোমের আপসালার উদ্দেশ্যে একটি ট্রেনে দেখা গিয়েছিল। তিনি ২০১৭ সালে সুইডেন গিয়েছিলেন। ২০১৯ সালে সেখানে রাজনৈতিক আশ্রয় পান। এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।