গ্রাম বাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের কোন রাজনৈতিক প্রস্তুতি ছিল না। আর সাতই মার্চের ভাষণে শেখ মুজিব জয় পাকিস্তান বলেছেন। তিনি প্রশ্ন করেন, তাহলে কীভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিলেন? বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তিনি বলেন, এসব কথা বলায় তারেক রহমানকে সমালোচনা করা হচ্ছে। আওয়ামী লীগের উচিত সত্য স্বীকার করে ক্ষমা চাওয়া। আর এটা নিয়ে কথা বলায় তাদের উচিত তারেক রহমানকে অভিনন্দন জানানো। বিএনপির এ নেতা বলেন, বিগত সময়ে আন্দোলনে তাদের ত্রুটি ছিল। আন্দোলন হয়নি, এটা বলা যাবে না। তিনি অভিযোগ করেন, এখন সন্ত্রাসের মাধ্যমে দেশ চলছে। তবে মামলা-হামলা করে বিএনপির রাজনীতি শেষ করা যাবে না। সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক। আরও বক্তব্য দেন অধ্যাপক পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।