কারারুদ্ধ মহানগর ছাত্রলীগ সভাপতিসহ ১৯ জনের নামে হত্যা মামলা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

ersad
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় কারাগারে আটক গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে প্রধান আসামী করে ১৯ জনের নামে যুবলীগ কর্মী সেলিম নিহতের ঘটনায় কালিয়াকৈর থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

নিহত সেলিম মিয়া(৩৮) মাদারীপুরের শিবপুর উপজেলার ভদ্রাশন এলাকার আলতাফ খলিফার ছেলে। তিনি মৌচাক এলাকায় বসবাস করে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বৃহসপতিবার রাতে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আজহারুল ইসলাম  সংবাদটি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থল এলাকার জনৈক মাহফুজুর রহমান বাদী হয়ে ১৯ জনের নামে কালিয়াকৈর থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী কারাগারে আটক গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সভাপতি মাসুদ এরশাদ। অন্য আসামীরা সবাই ছাত্রলীগ কর্মী এবং অধিকাংশ আসামী গাজীপুর শহর এলাকার।

এদিকে গাজীপুর মহানগর ছাত্রলীগ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ২৪ ঘন্টার মধ্যে মাসুদ এরশাদের মুক্তির ও সকল মিথ্যা মামলা প্রত্যহারের দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারী দিয়েছেন তারা।

প্রসঙ্গত: সোমবার কালিয়াকৈরের মৌচাকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে বুধবার সন্ধ্যায় সেলিম মিয়া নামে এক যুবলীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় পুলিশ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে আটক করে। অতঃপর দ্রুত বিচার আইনে একটি মামলায় এজাহারভূক্ত করে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠায় পুুলিশ। বৃহসপতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *