রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে মিশন প্রধানরা বলেন, ‘এ ধরনের হামলা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাসের জন্য নজিরবিহীন হুমকি।’
এছাড়া এ ধরনের ঘটনা বহির্বিশ্বে মুক্ত ও সহিষ্ণু সমাজ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি এদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বিনষ্ট করতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইইউভুক্ত দেশগুলোর দূতেরা এক্ষেত্রে সাম্প্রতিক বর্বর হামলা এবং ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকার কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিদেশিসহ হামলার শিকার ব্যক্তিদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন।
একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদারে আগ্রহের কথাও জানান তারা।