‘দুর্নীতির লাগাম টানতে মরণ কামড় দিতে হবে’

Slider রাজনীতি


দুর্নীতির লাগাম টেনে ধরতে আমাদের মরণ কামড় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করার জন্যই ভোট চুরি করে। এই ভোট চুরির মাধ্যমে তারা দুর্নীতিকে সীমা-পরিসীমার বাইরে নিয়ে গেছে।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের অধিকার নেই। দেশে এখন ভোট চুরি ও দুর্নীতি দেখা যায়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ চলবে কোন পথে, সেই ফয়সালা রাজপথে হবে। আমাদের ঘরে নয়, বাইরে আন্দোলনে জিততে হবে। চলমান আন্দোলনকে সফল করতে হবে।

গয়েশ্বর বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ ছিল মেগা দুর্নীতির একটি ক্ষেত্র। দেশের তৈরি বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু থাকলে বিদ্যুতের সমস্যা থাকে না। কিন্তু সেসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ।

তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে অন্যরা জয়লাভ করবে, এমন ভাবনা মূর্খতা। সুতরাং, সমাধান একটাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, মানুষ যতদিন পর্যন্ত নিজের ভোট নিজে এবং দিনের ভোট দিনে দিতে পারবে ততদিন পর্যন্ত যেন নির্বাচনের কথা বিএনপির মধ্যে না আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *