ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশের উপকূল অতিক্রম করায় বড় আকারের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার বিকালে ঘূর্ণিঝড় রোয়ানু বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। এর পরই বিকাল সাড়ে ৫টা থেকে শুধু বড় আকারের লঞ্চ চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে শুক্রবার প্রতিকূল আবহাওয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে সংস্থাটি। বিআইডব্লিউটিএ পরিচালক (ট্রাফিক) মো. মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নৌ-বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে, তাই ৬৫ ফুটের (দৈর্ঘ্যে) বেশি লম্বার লঞ্চ চলতে পারবে। এর চেয়ে ছোট লঞ্চ চলাচলে আপাতত নিষেধাজ্ঞা রয়েছে।