নারায়ণগঞ্জ: ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের সেই শিক্ষকের ফাঁসির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ শাখা। আজ শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘সর্বস্তরের মুসলিম জনতা’ ব্যানের ‘আল্লাহ ও মুসলিম জাতি নিয়ে কটূক্তিকারী প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি না মানলে হরতাল-অবরোধসহ ‘কঠোর কর্মসূচি’ দেওয়ারও হুমকি দেন তারা। বৃষ্টি উপক্ষো করে বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে মুসল্লিরা সমাবেশে অংশ নেন। সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘তাহরিকে নবুয়্যতে বাংলাদেশ’র আমির সায়্যেদ এনায়েতপুরী আব্বাসী জৈনপুরী, হেফাজতে ইসলামীর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল হাশেম, মুফতি আব্দুল লতিফ, দেলোয়ার হোসেন ও হারুন অর রশিদ। সমাবেশে রিফাত নামে একজনকে হাজির করে দাবি করা হয়, সে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সমাবেশে সে তাকে মারধর ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিচার দাবি করে। এদিকে নারায়ণগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মারধর ও লাঞ্ছনার শিকার শ্যামল কান্তি ভক্তকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরের আগে ঢাকায় নেওয়া হয়েছে।