মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

Slider জাতীয় সারাদেশ সারাবিশ্ব

 

14852_US-State-Dept
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান হামলা নিয়ে মার্কিন সরকার উদ্বিগ্ন। তারা বিষয়টি নিয়ে চিন্তিতও। তবে ছোট ছোট সন্ত্রাসী দলের এই তৎপরতা বাংলাদেশের বেশিরভাগ মানুষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় এবং বাংলাদেশের মানুষ এসব সহিংসতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি এসব কথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশে এলজিবিটি সম্প্রদায়ের সদস্যসহ সংখ্যালঘুদের ওপর হামলা ও অন্যান্য হামলার পর বাংলাদেশে ও এখানে অনেক কিছুই ঘটছে। ডিউপন্ট সার্কেলে সংখ্যালঘুরা প্রতিবাদ জানিয়েছে। মোমবাতি প্রজ্জ্বলন করে রাত জেগেও বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো হয়েছে ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর পরিচালিত হামলার প্রতিবাদ করা হয়েছে। এই প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তিনি বলেন যে বাংলাদেশ সরকার সর্বোচ্চ কাজ করছে। বাংলাদেশ সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের ন্যয়বিচার করছে, অন্যান্য সন্ত্রাসীদের বিচার করছে। তারা মার্কিন সহায়তা চায়। ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ মার্কিন সরকারের কাছে কী সহায়তা চায় বা হিন্দু, খৃস্টান, এলজিবিটিসহ সব ধরনের সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কী কাজ হচ্ছে? জন কিরবি এই প্রশ্নের উত্তরে বলেন, আমরা অবশ্যই এ ধরনের সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এটা নিয়ে অত্যন্ত চিন্তিত। এসব হামলা এমন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী পরিচালনা করছে বলে মনে হচ্ছে যারা স্বাধীন চিন্তাকে দমিয়ে দিতে চায় এবং তাদের কথা ও চিন্তার সঙ্গে দ্বিমত পোষণকারী যে কাউকেই সহিংসভাবে আক্রমণ করতে চায়। আমরা মোটামুটিভাবে আত্মবিশ্বাসী, মোটামুটিভাবে নয় আমরা আত্মবিশ্বাসী যে এসব হামলা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয় এবং তারা এসব হামলাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আপনারা যেমন জানে, বহুত্ববাদী একটি সমাজ হিসেবে বাংলাদেশের দীর্ঘদিনের গর্বিত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের বহুত্ববাদী সমাজ বৈচিত্র্যকে মূল্যায়ন করে, চিন্তার অবাধ বিনিময়কে স্বাগত জানায় এবং চূড়ান্তভাবে এসব মূল্যবোধকেই সহিংস উগ্রপন্থিরা আক্রমণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *