প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নার্সদের বিষয়ে সিদ্ধান্ত

Slider জাতীয়

2015_10_18_16_17_14_D08Cdh75mGTucaUSgbTXrQWF7FQQ1b_original

 

 

 

 

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বেকার নার্সদের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ গ্রাজ্যুয়েট বেকার নার্স সোসাইটি (বিজিবিএনএস) এবং বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তাদের কথা জানান।

মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল। জ্যৈষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকরিতে নার্সদের নিয়োগের দাবি সরকার সহানুভূতিশীলতার সঙ্গে বিবেচনা করছে।’

তিনি নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীতকরণে প্রধানমন্ত্রীর আন্তরিক আগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন, ‘নার্সদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি দ্রুত ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে বেকার নার্সদের কর্মসংস্থানের উদ্যোগও নিয়েছে বর্তমান সরকার।’

মন্ত্রী বলেন, ‘৩ হাজার ৬০০ নার্স নিয়োগ ত্বরান্বিত করতে স্বাস্থ্যমন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সম্মতি প্রদান করেছে।’

মতবিনিময়কালে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরবেন বলে আশ্বস্ত করেন।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ‘মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বিজিবিএনএসের সভাপতি রাজিতৎব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, বিডিবিএনএসের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসেইন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *