রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মুকাল্লায় পুলিশের একটি ঘাঁটির সামনে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটানো হয়।
ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘাঁটির ভবনের সামনে পুলিশে যোগ দিতে আসা তরুণরা লাইনে দাঁড়িয়ে থাকার সময় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটানোর আগে পুলিশের রিক্রুটমেন্ট সেন্টারের সমানে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে ওই হামলাকারীও দাঁড়িয়ে ছিলেন।
এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর প্রতি আনুগত্য স্বীকারকারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’
গেল মাসে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠী আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) জঙ্গিদের হাদ্রামাউত প্রদেশের রাজধানী মুকাল্লা ছেড়ে যেতে বাধ্য করে। তারপর থেকে দ্বিতীয়বারের মতো শহরটিতে আত্মঘাতী বোমা হামলা চালালো আইএস।
২০১১ সালে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সুন্নি সরকারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।