চট্টগ্রাম: হাটহাজারী থানার আমানবাজারে জঙ্গি আস্তানা আবিষ্কারের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে সন্ত্রাস দমন আইনের মামলায় দুই দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে জেলা পুলিশ।
সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজা এ আদেশ দেন। এর আগে পুলিশ সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন, নাইমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)।
এর মধ্যে নয়ন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব সাঞ্জুয়া ভিটা এলাকার মাজহারুল ইসলামের ছেলে। রাসেল কক্সবাজার জেলার মহেশখালী থানার চেয়ারম্যান বাড়ির নুরুল আমীনের ছেলে। ফয়সাল নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর মোহাম্মদপুরের মৃত ছায়দুল হকের ছেলে।
তাদের প্রত্যেককের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্তার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের মার্স্টাস শিক্ষার্থী ছিলেন।
গত বছরের ২৬ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে গভীর রাত ৪টা পর্যন্ত হাটহাজারী উপজেলাধীন সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জয়নব কমিউনিটি সেন্টারের পেছনে হাজি ইছহাক ম্যানশন নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির তিন সদস্যসহ আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, দুই কেজি জেল এক্সপ্লোসিভ, সেনাবাহিনীর ১৪টি পোশাক, নেমপ্লেট ও র্যাংক ব্যাজ, ডায়েরি, মানচিত্র এবং সাংগঠনিক বিভিন্ন নথিপত্র উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা দায়ের করেছিল ডিবি। মামলাগুলো তদন্ত করছে থানা পুলিশ। এর আগেও তাদের একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছিল।