টেড ক্রুজের বিদায়, অপ্রতিরোধ্য ট্রাম্প, ইন্ডিয়ানায় হারলেন হিলারি

Slider সারাদেশ

12507_trump

 

টেড ক্রুজ শিবিরে এখন কান্নার রোল। ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিসে নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে টেড ক্রুজের পাশে দাঁড়ানো তার স্ত্রী। পিছনে সংশ্লিষ্টরা। তাদের চোখে অশ্রু। নিজেকে সংবরণ করার চেষ্টা করছেন তারা। কিন্তু অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। চশমার নিচ দেয়ে তা মুছতেও দেখা যাচ্ছে তা কাউকে। এমনই এক বেদনাবিধুর পরিবেশে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিলেন সিনেটর টেড ক্রুজ। গতকাল ইন্ডিয়ানায় অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি ও গভর্নর জন কাসিচ ভয়বহভাবে হেরে গেছেন বহুল বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে। এর ফলে ওই রাজ্যের ৫৭টি ডেলিগেটের সবগুলোই পেয়েছেন ট্রাম্প। এতে এখন তার মোট ডেলিগেটের সংখ্যা ১০৫৩। ইন্ডিয়ানায় ট্রাম্প পেয়েছেন শতকরা ৫৩ ভাগ ভোট। টেড ক্রুজ পেয়েছেন ৩৬.৭ ভাগ ভোট। আর জন কাসিচ পেয়েছেন মাত্র ৭.৭ ভাগ ভোট। এখন টেড ক্রুজ নিজেকে গুটিয়ে নেয়ায় দৃশ্যত ট্রাম্পের সামনে আর কোন বাধাই রইল না। জন কাসিচ তার সামনে যেন নস্যি। ফলে রিপাবলিকান দল থেকে তার মনোনয়ন নিশ্চিত বলা যায়। এ জন্য তার শিবিরে বিরাজ করছে অন্যরকম এক খোশমেজাজ। আনন্দের আতিশয্যে ভেসে যাচ্ছেন সমর্থকরা। হেরে গিয়ে টেড ক্রুজ তার শেষ নির্বাচনী ভাষণে বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রচারণা বাতিল ঘোষণা করছি। তবে হৃদয়জুড়ে রইল অসীম আশা। আমরা ইন্ডিয়ানার দিকে তাকিয়ে ছিলা। কিন্তু ভোটাররা অন্যপথ বেছে নিয়েছেন। উল্লেখ্য, তীব্র মুসলিম বিরোধী, অভিবাসন বিরোধী, মেক্সিকো ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় বহুল আলোচিত ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে শেষ মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছিলেন টেড ক্রুজ ও জন কাসিচ। কিন্তু তাতেও কাজ হয় নি। ট্রাম্প তার রিপাবলিকান শিবিরে অপ্রতিরোধ্য হয়ে মনোনয়নের দ্বারপ্রান্তে।  ইন্ডিয়ানায় ভোটের হিসাবে ডেমোক্রেট দল থেকে জিতেছেন বার্নি স্য্ডাার্স। তিনি পেয়েছেন শতকরা ৫৩.২ ভাগ ভোট। হিলারি পেয়েছেন শতকরা ৪৬.৮ ভাগ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *