প্রায় দুই সপ্তাহ হয়ে গেল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। ভূম্পিকম্পের কয়েকদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা এক প্রকারে ছেড়েই দিয়েছিলেন উদ্ধারকর্মীরা।
তবে অবিশ্বাস্য হলেও ভূমিকম্পের ১৩ দিন পর ধ্বংসস্তূপে আটকে পড়া ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপির
খবরে বলা হয়, শনিবার এ ঘোষণা দেয় ভেনেজুয়েলার উদ্ধারকর্মীরা।
ইকুয়েডরের রাজধানী কুইতোতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস জানিয়েছে, উদ্ধারকর্মীরা গত শুক্রবার মানাবি প্রদেশে ভবনের কাঠামোগত ত্রুটির বিষয়টি পরীক্ষা করছিলেন। এ সময় তাঁরা একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পান। পরে সেখান থেকে ম্যানুয়েল ভাসকুয়েজ নামে এক বৃদ্ধকে উদ্ধার করা হয়।
দূতাবাস থেকে আরো জানানো হয়, ওই বৃদ্ধকে তাকে হাসপাতালে ভর্তি করেছেন। তার কিডনির সমস্যা হয়েছে,পায়ের আঙুল ভেঙে গেছে এবং পানিশূন্যতা দেখা দিয়েছে।
গত ১৬ এপ্রিল ইকুয়েডরে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এতে দেশটিতে ৬৬০ জন প্রাণ হারিয়েছে।