পরিবর্তন ভালো না খারাপ সময়ই বলে দিবে

Slider রাজনীতি

12085_shama

 

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির নবগঠিত কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আরও পরিবর্তন আসবে। যেটাকে আমি ইতিবাচক মনে করি। সাংবাদিকরা একেকজন একেকভাবে ব্যখ্যা দেয়। এতদিন উনারা বলেছেন, বিএনপিতে পরিবর্তন আসা দরকার। এখন পরিবর্তন আসার পর সমালোচনা করা হচ্ছে। তবে যেকোন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই অ্যাকশনটা বোঝা যায়না। পরিবর্তনটাকে প্রথমে গ্রহণ করতে হয়। তারপর সেটা ভালো হলো না খারাপ সময়ই বলে দিবে।
মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, রাজনীতিতে এবং কমিটিতে নারীদের সংখ্যা বাড়ানো উচিত। এবং দেশের গুরুত্বপূর্ণ পদে নারীরা আরো আসবে। আমি মনে করি নারীরা যখন কোন কাজ করে আরো বেশি সততার সঙ্গে করে। প্রথম থেকেই দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের ভূমিকার কথা আমরা সবাই জানি। আমরা গণতন্ত্রের কথা বলি প্রতিদিন। কিন্তু গণতন্ত্রকে কতটা অনুধাবন করি। বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্তিতি অত্যন্ত ভীতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *