শনিবার বিকেল ৩টার পর ৪০. ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪৪ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কিছুদিন ধরেই রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার রাজশাহীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০. ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে তীব্র দাবদাহে অতিষ্ট নগরবাসী। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া দুপুরে বের হচ্ছেন না কেউ। গরমের ফলে বাড়ছে পানি শূন্যতা, ডাইরিয়া, আমাশয়, পেটের পীড়াসহ বিভিন্ন রোগবালাই।
উল্লেখ্য, রাজশাহীর ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।