দুই-একজনকে হত্যা করে দেশকে জঙ্গিরাষ্ট্র বানানো সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বলা হচ্ছে বাংলাদেশে আইএস আছে। আইএস’ই সম্প্রতি হামলা চালিয়ে খুন করছে। আরে বাবা আইএস কোথায়? বাংলাদেশে কোথা থেকে আইএস আসবে? আইএস নেই, আছে কিছু স্থানীয় উগ্র জঙ্গি। আর এই সুযোগ নিয়েই কিছু একটা হলেই বাংলাদেশে আইএস আছে বলে প্রচারের প্রয়াস চলে। বৃহস্পতিবার ফার্মগেটস্থ কৃষিবীদ ইন্সটিটিউটে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইসলাম কখনো কোনো দিন খুন, হত্যা, লুটতরাজ, সন্ত্রাসে বিশ্বাসী ছিল না। ইসলাম ছাড়াও অন্য যে কোনো ধর্মের মানুষ উস্কানি দেয় না। মন্ত্রী বলেন, রাজশাহীতে শিক্ষক খুনের খবর শোনার পর বলেছিলাম, ওয়েট করেন একটু পর আইএস স্বীকার করে নেবে, তাই হয়েছে। আরে বাবা আইএস কোথায়? কোথা থেকে আইএস আসবে? আইএস নেই। আছে কিছু স্থানীয় উগ্র জঙ্গি। ধর্মীয় চেতনায় জঙ্গিবাদী তৎপরতা প্রতিরোধে দেশের সব ধর্মীয় নেতাদের নিয়ে রাজধানীতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, শিয়া সম্প্রদায়ের নেতা মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজভী, মাওলানা আতাউল্লাহ, গোলাম মাওলানা নকশিবান্দি, আচর্শ বিশপ পেট্রিক ডি রোজারিও, স্বামী ধ্রুবেশান্দ মহারাজ, শ্রী সত্যেন্দ্র নাথ, ওবায়দুর রহমান খান নদভী, অশোক বড়ুয়া। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিভাগীয়, জেলা পর্যায় থেকে আগত হাজারো বিভিন্ন ধর্মীয় নেতার উপস্থিত ছিলেন।