চুরি হওয়া শিশুটি ৪০ হাজার টাকায় বিক্রি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

66046_DMCH-Child
গ্রাম বাংলা ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে র‌্যাব সদর দফতরের মিডিয়া উইং থেকে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।

এ ঘটনার সাথে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। তাদের একজন রহিমা আক্তার (৪৫)। তার কাছেই শিশুটি ছিল। ওই মহিলা র‌্যাবের কাছে স্বীকার করেন রাশেদা খানম পারভীন নামের এক ধাত্রী হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে দেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বুধবার সকালের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জমজ ছেলের জন্ম দেন রুনা বেগম। এরপর থেকে মা ও দুই শিশু হাসপাতালের ২১৩নং ওয়ার্ডে ছিলেন। ওইদিন মধ্যবয়সী এক মহিলা এসে রুনার সাথে পরিচিত হন। এরপর থেকে মাঝে মধ্যে রুনার সাথে এসে গল্প করতেন। শিশু দুটিকে কোলে নিয়ে আদরও করতেন।

বৃহস্পতিবার সকালে রুনার দুই ছেলে একই সাথে কাঁদতে শুরু করে। কান্না থামাতে এক ছেলেকে কোলে নিয়ে তিনি দুধ খাওয়ান। তখন ওই মহিলা এসে কাঁদতে থাকা অপর শিশুটিকে কোলে তুলে নেয়। তিনি শিশুটিকে নিয়ে ওয়ার্ডের মধ্যেই পায়চারি করতে থাকেন। কিছুক্ষণ পর রুনা দেখেন সেই মহিলা আর নেই।

পরবর্তী সময়ে এ খবর হাসপাতাল কর্তৃপক্ষের নজরে গেলে, তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই দিনই সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করেন নবজাতকেনর নানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *