দেশে একের পর এক মুক্তচিন্তার অধিকারকর্মীর নৃশংস হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধমে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। সম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমেরিকান মিশনের কর্মকর্তাসহ ভিন্ন মতের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের হত্যার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। বিবৃতিতে রবার্ট ওয়াটকিন্স বলেন, অধিকারকর্মীদের ওপর এ ধরনের হামলা বন্ধ হওয়ার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না। ঢাকাস্থ মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান এবং তার বন্ধু মাহবুব তনয় একই ধরনের সহিংস উগ্রপন্থিদের সর্বশেষ হামলার শিকার উল্লেখ তিনি বলেন, বাংলাদেশে অসহিষ্ণুতা থেকে সহিংসতা বেড়েই চলেছে। সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে যাদের মতের অমিল রয়েছে- তারাই এর শিকার হচ্ছে। দুই দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাও এ ধরনের একটি ঘটনা ছিল উল্লেখ করে তিনি বলেন, সব মানুষেরই সন্ত্রাস, ভীতি এবং বৈষম্যহীন পরিবেশে বাঁচার অধিকার রয়েছে বলে জাতিসংঘ বিশ্বাস করে। এখানে সাম্প্রতিক সময়ে যেসব নৃশংস সহিংসতার ঘটনা ঘটেছে, সব রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বেরই তার নিন্দা জানানো উচিত মন্তব্য করে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের সহিংসতা আরও বাড়াবে।