সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২৫

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

070638is_pic_2

 

 

 

 

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল এলাকায় আইএস জঙ্গিদের অতর্কিত হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই সাধারন মানুষ বলে জানাগেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এন্ড প্রো গর্ভনমেন্ট আল-মায়াদীন টিভিতে বলা হয়, জঙ্গীরা হামলার লক্ষ্য হিসেবে হাস্সাকেহ প্রদেশের সাদ্দাদি এলাকার বাস্তুচুত্য মানুষদর বেছে নেয়। তারা এই হামলায় ২৫ জন নিহত হবার কথা জানালেও সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা নিউজ এজেন্সি একজন নিহত হওয়ার খবর জানিয়েছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার ডেমোক্রেটিক ফোস যৌথভাবে ওই এলাকায় আইএস এর বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত আছে। হাস্সাকেহ প্রদেশের বেশিরভাগ এলাকাই যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর পরই তারা আইএস এর কথিত রাজধানী রাক্কা লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে। বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *