শ্রীপুরে ৮টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচন

Slider জাতীয়

8425_thumbM_dd

 

 

 

 

 
রাতুল মন্ডল, শ্রীপুর নির্বাচনীয় এলাকা থেকে ফিরে:
নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় দাপে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে আগমী ২৩ এপ্রিল শনিবার ভোট গ্রহণের তারিখ নির্ধারন করেন। ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে তার সাথে সাথে প্রার্থীদের ভোটারদের কাছে দৌড়ধাপ ততই বেশি হচ্ছে।

শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনী এলাকা ঘুড়ে জানা যায়, সর্বত্তই এখন ভোটের হাওয়া বয়ছে। চায়ের স্টল থেকে শুরু করে, ফুট পাত, রেলওয়ে ষ্টেশন, বাস স্ট্যাষ্ট, হাট-বাজার, পাড়া মহল্লাহ্ এখন যেন নতুন সাঝে সেঝেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনীয় এলাকা। ভোটদের ধারে ধারে ভোট চেয়ে বেরাচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। ভোটদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, যারা ইতি পূর্বে রাস্তাঘাট, জলাবদ্বতা, মাদক নির্মূলসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বিশেষ ভূমিকা রাখবেন, ঠিক তাদেরকেই আমরা নির্বাচিত করবো।

উল্লেখ্য: উপজেলার ৮টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা প্রতীক) মনোনিত প্রার্থী ৮জন। তারা হলেন, বরমী- মো. শামসুল হক ( বাদল সরকার), গাজীপুর- মো. নুরুল ইসলাম, গোসিংগা- মো. শাহজাহান সরকার, কাওরাইদ- মো. রফিকুল ইসলাম মন্ডল, মাওনা- মো. জাহাঙ্গীর আলম খোকন, প্রহলাদপুর- মো.নরুল হক আকন্দ, রাজাবাড়ি- মো. ফারুক হোসেন, তেলিহাটি- আঃ বাতেন সরকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (ধানের শীষ প্রতীক) মনোনিত প্রার্থী ৮জন। তারা হলেন, বরমী- মো. আক্তারুজ্জামান, গাজীপুর- মো. আবুল কাশেম, গোসিংগা- খন্দকার মো. আসাদুজ্জামান, কাওরাইদ- মো. রাশেদ মন্ডল, মাওনা- আলহাজ্ব মো. ফজলুল হক, প্রহলাদপুর- মো. আবু সাঈদ আকন্দ , রাজাবাড়ি- মো. কতুব উদ্দিন, তেলিহাটি- মোহাম্মদ আক্তারুল আলম। এছাড়া বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রার্থী গোসিংগা- শাহজাহান সরকার, জাতীয় পাটি থেকে মাওনায় লড়ছেন, সামছুদ্দীন, জাসদ থেকে প্রহলাদপুরে
এছাড়া স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপির একাদিক পার্থী রয়েছেন। তারা হলেন , বরমীতে আব্দুর রাজ্জাক (মোটরসাইকেল প্রতীক),২নং গজীপুরে আকরাম হোসেন (মোটরসাইকেল প্রতীক),আবুল হাশেম (আনারস প্রতীক), গোসিংগা বি এম নজরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক),মোহাম্মদ বরকত আলী খোকা (আনারস প্রতীক),কাওরাইদ আব্দুল হাই (আনারস প্রতীক),কামরুল হক (মোটরসাইকেল প্রতীক),মাওনা মোক্তারুল করিম (মোটরসাইকেল প্রতীক),প্রহলাদপুর ফরহাদ হোসেন (মোটরসাইকেল প্রতীক),জাহাঙ্গীর হোসেন আঙ্গুর (আনারস প্রতীক),রাজাবাড়ি আলাউদ্দীন অটোরিক্সা,মাইদুর রহমান খান সজিব (মোটরসাইকেল প্রতীক) লেয়াকত আলী (চশমা প্রতীক) শাহজাহান সরকার (আনারস প্রতীক) সোলাইমান (ঘোড়া প্রতীক) নিয়ে লড়ছেন।
মহিলা সংরক্ষিত আসনে- বরমী থেকে ১০, গজীপুর থেকে-১০,গোসিংগা থেকে-৮, কাওরাইদ থেকে ৯, মাওনা থেকে ১৩, প্রহলাদপুর থেকে- ১১, রাজাবাড়ি থেকে- ১৩, তেলিহাটি থেকে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সদস্য পদে (পুরুষ) – বরমী থেকে ৫৪, গজীপুর থেকে-৪১,গোসিংগা থেকে-৪৩, কাওরাইদ থেকে ৩৭, মাওনা থেকে ৩৫, প্রহলাদপুর থেকে- ৩১, রাজাবাড়ি থেকে- ৪৪, তেলিহাটি থেকে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমন তথ্য নিশ্চিত করে শ্রীপুর উপজেরা নির্বাচন কর্মকর্তা মো. খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনকে সুষ্ঠ-অবাধ নিরপেক্ষ করার সার্থে কমিশনের পক্ষ থেকে সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *