ভিখারীর মতো হাতে থালা-বাসন নিয়ে রাস্তায় নেমেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা। সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই থালা মিছিলে অংশ নেন খুলনার খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার জুটমিল, আটরা শিল্প এলাকার ইস্টার্ন ও আলিম জুট মিল, যশোর অভয়নগর রাজঘাট শিল্পাঞ্চলের যশোর জুট মিল ও কার্পেটিং জুট মিলের ৯ হাজার শ্রমিক। আজ রোববার বেলা ১১টায় থালা-বাসন হাতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭ পাটকল শ্রমিকদের এই মিছিলে সবার মুখে কথা ছিল একটাই। তা হল ভাত দেন প্রধানমন্ত্রী। অনেকেই এমন কথা কাগজে লিখে চটের পোশাক পড়ে বুকে ধরে রেখেছিলেন। মিছিলটি স্ব স্ব মিল থেকে শুরু হয়ে খালিশপুর অঞ্চলের নতুন রাস্তা মোড় ঘুরে ফের মিলে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া প্লাটিনাম জুট মিলের একাধিক শ্রমিক জানান, আমাগে বেতন কড়ি নাই। পোলা পানে খাইতে পরতে পারে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা ভাত কাপড়ের দাবি জানাচ্ছি।