তেলের দাম কমলে ভাড়াও কমবে: ওবায়দুল কাদের

Slider টপ নিউজ

file

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তেলের দাম কমার পর পরিবহন ভাড়াও কমবে। এ বিষয়ে বিআরটিএ ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বুধবার দুপুরে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শুধু নালিশনির্ভর রাজনীতি করছে। ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফন্দি আঁটছে। সুনির্দিষ্ট করে বলছে না, কোথায় কোথায় তাদের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ওপর হামলা হয়েছে অথবা তাদের লোকেরা মারা গেছে। সে তালিকা চাই।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি বিভিন্ন অজুহাতে এই নির্বাচন বন্ধ করতে চায়। বিএনপি ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঝপথে সরে যাচ্ছে। সরে গেলে আমরা এটাই বুঝব, বিএনপি সরে যাওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে।’

সাদিয়া জাহান তনুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে কঠিন এবং কঠোর বিচার করতে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।’

কলেজ অধ্যক্ষ হাসনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি নিজাম হাজারী, জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, পৌর মেয়র আলাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।
– See more at: http://bangla.samakal.net/2016/04/06/204383#sthash.W4WNzggV.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *