স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর: মুসলধারে বৃষ্টিতে শহরের প্রধান সড়কে সৃষ্ট অতিরিক্ত পানিতে আটকা পড়ে যায় বিএনপির সাবেক এমপি ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হাসান উদ্দিন সরকারের গাড়ি। ওই খবরে নেতা-কমীর্রা এসে দেখেন অভিযোগ জলাবদ্দতার বিরুদ্ধে।
বৃহসপতিবার বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরের প্রধান সড়ক রাজবাড়ি রোডে গাজীপুর প্রধান ডাকঘরের সামনে বৃষ্টির পানিতে কৃত্রিম খালের সষ্টি হয়ে যায়। খানা খন্দেরে পানি জমে থাকায় ও দ্রুত নিস্কাশন না হওয়ায় রাস্তায় হাটু পানির উপরে পানি জমে যায়। এতে যাতায়াতকারী সকল যানবাহন আটকে যায়। আস্তে আস্তে যানবাহনগুলো চলাচল করার কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মহানগরের প্রধান সড়ক রাজবাড়ি রোডে রাস্তায় পানি জমে যাওয়ায় পাকা সড়ককে টুইটুম্বুর খালের মত মনে হয়। পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মুসলধারে বৃষ্টির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পথচারীরা বলছেন, শরতের বৃষ্টি পাকা সড়ককে বর্ষকাল বানিয়ে ফেলেছে।
রাজবাড়ি রোডে গাড়ি নিয়ে আটকে থাকা গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হাসান উদ্দিন সরকার জানান, জলাবদ্দতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া উচিত। এ অবস্থা চলতে থাকলে অতিবৃষ্টিতে জনজীবন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ট ও গাজীপুর সিটিকর্পোরশেনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের একান্ত সচিব (সহকারী প্রকৌশলী)মুজিবুর রহমান কাজল বলেছেন, জলাবদ্দতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। প্রকল্পগুলোর কাজ শেষ হলে সমস্যা থাকবে না।