ঢাকা : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। যেটা ক’বছর আগেও তেমন উত্তেজনা ছিল না। কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনাল নিয়ে যে উন্মাদনা দেখা গেছে তাতেই মনে হচ্ছে আজকের লড়াইটা হবে সমানে সমানে। তবে জ্যোতিষ বিদ্যা এগিয়ে রাখছে মাশরাফিকেই।
তবে একটি বিষয় মনে রাখা দরকার, যে জন্ম তথ্য এখানে তুলে ধরা হয়েছে তা সঠিক জ্যোতিষ বিচার করার মতো প্রামাণ্য নয়। তবু তার উপরেই নির্ভর করে দেখা যাচ্ছে ধোনি কন্যা রাশির জাতক এবং মাশরাফিও একই রাশির জাতক। আবার দু’জনেরই চলছে রাহুর দশা। সেক্ষেত্রে এখন অন্তর্দশার উপরেই নির্ভর করছে দু’জনের কপাল। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাশরফিই এগিয়ে আছেন। কারণ তার জন্মপত্রে বৃহস্পতির অবস্থান বরাবরই ভালো। সে কারণে বারবার সৌভাগ্যের পুরস্কারও পেয়েছেন তিনি।
কিন্তু একটি ‘তবে’ই বড় চিন্তা বাংলাদেশের। এশিয়া কাপের ফলে মনের জোরে এগিয়ে ভারত। আবার সদ্য পাকিস্তানকে রীতিমতো নাস্তানাবুদ করেও ধোনি বাহিনীর মনোবল এখন তুঙ্গে। অন্যদিকে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান তলানিতে। তাই এ অবস্থায় ভাগ্য নয়, স্নায়ুর লড়াইতেই শুধু এগিয়ে ভারত।