জনকণ্ঠের সম্পাদকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Slider বাংলার আদালত

2016_02_22_20_53_17_Fs3Em7CO7ON3Zd31QH6oD6r3jB2sop_original

 

 

 

 

মৌলভীবাজার: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী ওই পরোয়ান জারি করেন।

সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে করা মানহানি মামলায় সমন জারির পর তারা আদালতে উপস্থিত না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন আইনজীবী আব্দুল মুমিত চৌধুরী। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। সমনে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদককে আজ বুধবার (১৬ মার্চ) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় উপ-সম্পাদকীয় পাতায় ‘অবসরের পর রায় লেখা’ এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে- শিরোনামে উপ-সম্পাদকীয়তে সুপ্রিমকোর্ট, প্রধান বিচারপতি তথা সমগ্র বিচারাঙ্গণকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। এজন্য সংক্ষুব্ধ আইনজীবী মামলাটি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *