বাংলাদেশ থেকে কার্গো চলাচলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

4944_UK-Gov

নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাজ্য বাংলাদেশ থেকে এয়ার কার্গো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে আপডেট তথ্য যুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে দেখা গেছে আন্তর্জাতিক নিরাপত্তার বেশ কিছু চাহিদা পূরণ করা হয় নি। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে যুক্তরাজ্যমুখী সরাসরি কার্গো ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। যেসব বিমান সংস্থা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অন্য দেশ হয়ে (ইনডাইরেক্ট ফ্লাইট) যেসব কার্গো চলাচল করে তা যুক্তরাজ্যে পৌঁছানোর আগেই আবার স্ক্যান করা হয়েছে তা নিশ্চিত করতে বলা হয়েছে। আরও তথ্যের জন্য বিমান সংস্থা ও আদমানিকারকদেরকে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, বেসামরিক বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থার মান উন্নত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহায়ক হিসেবে কাজ করছে যুক্তরাজ্য সরকার। এর আগে বাংলাদেশ থেকে কার্গো বিমানে করে পণ্য নেয়া বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া।  এ নিয়ে অনেক দেন দরবার হচ্ছে। কিন্তু কোন সুরাহা হচ্ছে না। এই যখন অবস্থা তখন যুক্তরাজ্যও একই পন্থা অবলম্বন করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *