প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের পুনরায় শুনানির দাবি করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, প্রধান বিচারপতি শুনানির সময় যা বলেছেন তাতে বুঝা যায় তিনি মীর কাসেম আলীকে হয় খালাস দিবেন, না হয় সাজা কমিয়ে দিবেন, না হয় মামলা পুনরায় বিচারের জন্য পাঠাবেন। তিনটার একটা তিনি করবেন। মৃতদ- বহাল রাখার কোন উপায় নেই তার। এ অবস্থায় আমার দাবি হচ্ছে, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটা বেঞ্চ হোক এবং আপিল শুনানি পুনরায় হোক। আজ রাজধানীতে এক আলোচনায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।