নওগাঁ সদর হাসপাতালের পরিত্যক্ত সেই সেপটিক ট্যাঙ্ক থেকে আরো দুটি হ্যান্ড গ্রেনেড, ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের নবনির্মিত ভবনের ভিত খনন করার সময় শ্রমিকরা এ গুলো দেখতে পান।
এর আগে শুত্রবার দুপুরে ওই সেপটিক ট্যাঙ্ক থেকে সাতটি হ্যান্ড গ্রেনেড, ৪৭ রাউন্ড গুলি ও পাঞ্জাব রেজিমেন্টের দুটি সোল্ডার ব্যাচ উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরল ইসলাম জানান, স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ সদর হাসপাতালে হানাদার পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। ধারনা করা হচ্ছে তখন তারা এগুলো লুকিয়ে রেখেছিল।
এদিকে নওগাঁ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার হারুন আল রশিদ জানান, মুক্তিযুদ্ধের শেষে পাক হানাদার বাহিনী আত্মসর্মপণের সময় তাদের অস্ত্র ওই হাসপাতালে রাখা হয়েছিল। ওই সময় অস্ত্রগুলো নিয়ে যাওয়ার পর কিছু অস্ত্র ও গোলাবারুদ ছাড়া পড়তে পারে।