গ্রাম বাংলা ডেস্ক: কারাগারে বসে বই লিখেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচারিক আদালতে ফাঁসির দন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী।
‘নন্দিত জাতি, নিন্দিত গন্তব্যে’ নামের এই বইটি বাজারে পাওয়া যাচ্ছে গত ফেব্রুয়ারি থেকে। বর্তমানে বইটি ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, ভক্তদের হাতে হাতে। ইন্টারনেটেও বইয়ের স্ক্যান কপি পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান।
জানা গেছে, ২০১০ সালের জুনে গ্রেপ্তার হওয়ার পর জেলখানায় বসে এ বই লেখা শুরু করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ৫২৪ পৃষ্ঠার এ বইয়ের প্রকাশক মেজো ছেলে শামীম সাঈদী। প্রচ্ছদ করেছেন সেজো ছেলে মাসউদ সাঈদী। আর বইয়ে অনুলেখক হিসেবে রয়েছে আরেক ছেলে আবদুস সালাম মিতুলের নাম। ঢাকার বড় মগবাজারের নাবিল কম্পিউটার থেকে কম্পোজ করা ও বাংলাবাজারের আল আকাবা প্রিন্টার্স থেকে মুদ্রিত বইটির মূল্য ৩৫০ টাকা। পাঁচ অধ্যায়ের এ বইটি উৎসর্গ করা হয়েছে, লেখকের প্রয়াত বড় ছেলে মাওলানা রাফিক বিন সাঈদীকে।
বইয়ের ডাউনলোড লিংক: http://www.mediafire.com/download/81m9jku6gkshz53/Nondito+Jati+Nindito+Gontobbe.pdf