ডেইলি স্টার সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ

Slider জাতীয়

 

mahfuzsm_987392157

 

 

 

 

পটুয়াখালী: মানহানির মামলায় ইং‌রে‌জি দৈ‌নিক দ্য ডৈই‌লি স্টার’র সম্পাদক মাহফুজ আনা‌মকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) পটুয়াখালীর সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট আদাল‌তের বিচারক এস এম তা‌রিক শামস আগামী ৪ এপ্রিল তাকে আদাল‌তে হা‌জিরের নির্দেশ দেন।

এর আগে, দুপুরে পটুয়াখালী জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট উজ্জল বসু মাহফুজ আনা‌মের বিরু‌দ্ধে পটুয়াখালী‌ আদালতে ৫ কো‌টি টাকার মানহা‌নির মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *