——- মহান মুক্তিযুদ্ধের চেতনায় গনতন্ত্র ছিল। মুক্তির পূর্বশর্ত হল গনতন্ত্র। কিন্তু কয়েক যুগ ধরে দেশে কোন ধরণের গনতন্ত্র চলছে তা জাতির অজানা নয়। বিশেষ করে ৯৬ ও ২০১৪ সালের দুটি নির্বাচন গনতন্ত্রকে অপমান করেছে এটা অস্বীকার করার কোন উপায় নেই। বলা যায় গনতন্ত্র এখন অসুস্থ। ক্যান্সারে আক্রান্ত আমাদের গনতন্ত্র বাঁচবে কিনা সন্দেহ থাকাই স্বাভাবিক।
সাম্প্রতিক সময়ে সরকারী হস্তক্ষেপে জাতীয় প্রেসক্লাব দখল হয়েছে বলে অভিযোগ রয়েছে। গনমাধ্যমের অবস্থাও নাজুক। প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশকে বলা হচ্ছে“ দেশের রাজা পুলিশ মাছের রাজা ইলিশ” । সরকারী হস্তক্ষেপ পড়েছে উচ্চ আদালতে বলেই মনে হচ্ছে। প্রধান বিচারপতি ও সাবেক বিচারপতির পরস্পর বিরোধী বক্তব্য বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রধান বিচাপতির বক্তব্যে সরকারও অবৈধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ আসতে পারে।
সুতরাং গনতেন্ত্রর মুল ভিত্তি বিচার বিভাগ , গনমাধ্যম সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ন এজেন্সি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে । সুতরাং মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর বাংলাদেশ নির্মান কঠিন হয়ে যাচ্ছে।