ঢাকা: নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের সভাপতি সুশীল কৈরালার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) নেপালি কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি রামচন্দ্র পৌদেলের কাছে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুশীল কৈরালার মৃত্যুতে আমরা গভীর শোক জানাচ্ছি। একই সঙ্গে নেপালি কংগ্রেসের সদস্য ও নেপালের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
‘আমি নেপালের জনপ্রিয় প্রয়াত নেতা সুশীল কৈরালার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি গভীর সংকটকালে দেশের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করে একটি সংবিধান লেখার কাজে হাত দিয়েছিলেন। এমনকি তার অভিজ্ঞ নেতৃত্বে ২০১৫ সালে এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পর ঘুরে দাঁড়িয়েছিল নেপাল।’
‘তার প্রয়াণে যে ক্ষতি হয়েছে তা শুধু নেপালই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।