শিক্ষায় ৩১ কোটি টাকা দিল জাপান

Slider শিক্ষা সারাবিশ্ব

 

2016_02_09_18_42_07_1RsoQJv9Bzt2qz78o5SnsBqysva5jm_original

 

 

 

 

ঢাকা : শিক্ষার উন্নয়নে ‘দ্যা থার্ড প্রাইমারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রামে (পিইডিপি-৩) ৪৯০ জাপানি ইয়েন অনুদান হিসেবে দিয়েছে জাপান সরকার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৩১ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে বিনিময় নোট ও চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন। জাপান সরকারের পক্ষে বিনিময় নোটে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি। আর চুক্তিপত্রে স্বাক্ষর করেন মিকিও হাতাইদিও।

অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) শীর্ষক কার্যক্রমটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১১-১৭ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। জাপান ২০১১, ২০১২, ২০১৩ সালে এ কার্যক্রমে বছর প্রতি ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন হিসেবে মোট ১ হাজার ৫০০ মিলিয়ন অনুদান সহায়তা দিয়েছে। এটি এ কার্যক্রমে জাপানের চতুর্থ পর্বের অনুদান সহায়তা।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান পাঠদান বিষয়ে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষার মান উন্নয়ন এ কার্যক্রমের প্রধান উদ্দেশ্য বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *