পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী, বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ছাড়াও ১ হাজার ৬৬৫ কোটি টাকা যোগান দিচ্ছে জাপান ও ভারত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী, মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে।
অবশিষ্ট অর্থের মধ্যে জাপানের ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) তিনশ’ কোটি টাকা ও ভারত সরকার অনুদান হিসেবে ১ হাজার ৩৬৫ কোটি টাকা যোগান দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।