গুলশান হামলায় ‘সন্দেহভাজন’ জাকিরের মৃত্যু

Slider জাতীয়

004_222930

 

 

 

 

 

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জাকির হোসেন শাওন মারা গেছেন।

 শুক্রবার বিকেল প্রায় ৬টায় তিনি মারা যান বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জাকির হোসেন শাওন বিকেল প্রায় ৬টায় মারা গেছেন।

গুলশানে হামলার সময় আহতাবস্থায় জাকিরকে আটক করে পুলিশ।

এর আগে জাকিরের বাবা আবদুস সাত্তার সাংবাদিকদের কাছে দাবি করেন, শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় জাকির মারা যান।

তবে পুলিশ সেসময় জানায়, জাকির বেঁচে আছেন। তাকে ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

গুলশানে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত অবস্থায় জাকির হোসেন শাওনকে উদ্ধার করে। পরে তার বাবা আবদুস সাত্তার ও মা মাহমুদা বেগম সাংবাদিকদের কাছে তার ছবি দেখে জানান, সে আর্টিজান রেস্টুরেন্টে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতো।

গত শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। পরদিন সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়। এছাড়া সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।

এ ঘটনায় সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে পুলিশ। কমান্ডো অভিযানে নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে ওই মামলায় আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *