রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত দুই দিন ব্যাপি সাংবাদিকদের জন্য শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ গত কাল ২৪ জানুয়ারি শ্রীপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।
তা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। উক্ত প্রশিক্ষণে শ্রীপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রধান করেন,পি আইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, জেন্ডার স্পেশালিষ্ট আবদুল্লহ শাহরিয়ার,এবং বাসস সাংবাদিক ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান।
জেন্ডার স্পেশালিষ্ট আবদুল্লহ শাহরিয়ার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকদের লিখনিয়র মাধ্যমে শিশু নির্যাতন ,বাল্যবিবাহ প্রতিবন্ধিদের বিভিন্ন সুযোগ সুবিদার কথাও তুলে ধরেন তিনি।