নবম অধিবেশনে যতো বিল

Slider জাতীয়

Perliament_banglanews24_286799561

 

 

 

 

ঢাকা: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের স্বাগত ভাষণের মধ্য দিয়ে বুধবার (২০ জানুয়ারি) শুরু হবে দশম জাতীয় সংসদের নবম অধিবেশন।

নতুন বছরের প্রথম এবং শীতকালীন এই অধিবেশনে রাষ্ট্রপতি গত এক বছরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবেন তার ভাষণে, থাকবে আগামী দিক নির্দেশনা। ইতোমধ্যে সংসদ অধিবেশনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়।

রাষ্ট্রপতির সংসদে প্রবেশ থেকে শুরু করে ভিভিআইপি লাউঞ্জ পর্যন্ত লাল গালিচা রাখা হয়েছে। এছাড়া পুরো সংসদ ভবন এলাকা ধুঁয়ে, মুছে পরিষ্কার করা হয়েছে।

নবম অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের আইন শাখায় ২৬টি বিল জমা পড়েছে। এর মধ্যে অষ্টম অধিবেশনের ১২টি ও নবম অধিবেশনের ১৪টি উত্থাপনের অপেক্ষায় রয়েছে।

শীতকালীন এ অধিবেশনে পুরান ১২টিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এরমধ্যে রয়েছে রাষ্ট্রপতির অবসর ভাতা বৃদ্ধি বিষয়ক বিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল।

এবারের শীতকালীন অধিবেশনে কমিটিতে বিবেচনাধীন বিলগুলোর মধ্যে রয়েছে: সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধনী) বিল-২০১৬, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল- ২০১৬, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৬, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৬, উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল-২০১৬, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল-২০১৬, রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল-২০১৬, রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল-২০১৬, আর্মি (সংশোধন) বিল-২০১৬, ক্যাডেট কলেজ (সংশোধন) বিল-২০১৬, এয়ার ফোর্স (সংশোধন) বিল-২০১৬।

নবম অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় নতুন ১৪ বিল: বাংলাদেশ কোস্ট গার্ড বিল-২০১৬, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল-২০১৬,  মেম্বর অব পার্লামেন্ট (রিমুনারেশন অ্যান্ড অ্যালাউন্স) (সংশোধন) বিল-২০১৬, দ্য প্রেসিডেন্টস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল-২০১৬, দ্য প্রাইম মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্ম বিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্ম বিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬, নেভি (সংশোধন) বিল-২০১৬, সিভিল কোর্টস (সংশোধন) বিল-২০১৬, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল-২০১৬, পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১৬, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল-২০১৬।

এই ২৬টি বিলের মধ্যে কমিটিতে বিবেচনাধীন বিলগুলো পাস হতে পারে শীতকালীন অধিবেশনে। এছাড়াও নতুন উত্থাপিত বিলের মধ্যে থেকেও বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে।

প্রতিবছরের ন্যায় এবারও শীতকালীন অধিবেশন দীর্ঘ হবে। বুধবার (২০ জানুয়ারি) শুরু হওয়া এই অধিবেশন চলবে মার্চ পর্যন্ত, এমনকি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্তও চলতে পারে। অধিবেশন শুরু হওয়ার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে শীতকালীন অধিবেশনের মেয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *