গ্রাম বাংলা ডেস্ক: সৌদি আরবের একটি গণবিয়ে অনুষ্ঠানে বরবৃন্দ সৌদি পুরুষদের ওপর বাংলাদেশ, পাকিস্তান, শাদ ও মিয়ানমারের নারীদের বিয়ে করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এ তথ্য দিয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত সরকারি কোনো ঘোষণা দেয়া হয়নি।
সৌদি নাগরিকদের বিদেশী নারী বিয়ে করার প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সৌদি আরবে বর্তমানে ওই চার দেশের আনুমানিক পাঁচ লাখ নারী বাস করছেন বলে ধারণা করা হয়ে থাকে।
মক্কা পুলিশ পরিচালক আসাফ আল-কুরাইশির উদ্ধৃতি দিয়ে বুধবার ডনঅনলাইন জানিয়েছে, বিদেশী নারী বিয়ে করতে হলে এখন থেকে আরো কিছু শর্ত পালন করতে হবে। বাড়তি শর্তের মধ্যে রয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিগ্রহণ, সরকারি চ্যানেলের মাধ্যমে বিয়ের আবেদন জমা দেয়া।
এছাড়া পাত্রকে ২৫ বছরের বেশি বয়স্ক হতে হবে, আবেদনটি স্থানীয় মেয়রের সত্যায়িত হতে হবে।
তাছাড়া কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, তবে তাকে হাসপাতাল থেকে এই মর্মে সনদপত্র গ্রহণ করতে হবে যে তার প্রথম স্ত্রী সন্তান ধারণে অক্ষম বা কোনো মারাত্মক রোগে আক্রান্ত।